Previous
Next

সর্বশেষ


Sunday, April 14

কানাইঘাটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

কানাইঘাটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়, এরপর আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

 

মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।

 

মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসন চত্ত¡রে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে শিল্পকলা একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষের ঐতিহ্যকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক জীবন ধারাকে ধরে রাখতে সবার প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

কানাইঘাটের সর্বজন শ্রদ্ধেয় ইফজালুর রহমানের দাফন সম্পন্ন

কানাইঘাটের সর্বজন শ্রদ্ধেয় ইফজালুর রহমানের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি সাতবাঁক ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রবীণ মুরব্বী সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব ইফজালুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

 

রোববার (১৪ এপ্রিল) বাদ যোহর সাতবাঁক ইউপির মরহুমের নিজ গ্রাম চরিপাড়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে ইফজালুর রহমানের জানাজা’র নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

 

দীর্ঘদিন থেকে অসুস্থ কানাইঘাটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব রাজনীতিবিদ সালিশ ব্যক্তিত্ব ইফজালুর রহমান সিলেট শহরের তার নিজ বাসায় শনিবার রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানাজার নামাজ পূর্বে আলহাজ্ব ইফজালুর রহমানের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সিলেট উত্তর জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান বাহার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ লতিফ, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ শাব্বির আহমদ, সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আহমদ সোলেমান, হাজী জসিম উদ্দিন, জামায়াত নেতা ফয়জুল্লাহ বাহার, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুস সমি, সাতবাক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, সমাজসেবী আব্দুর রহিম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ইফজালুর রহমানের ভাতিজা কে.এম ফয়জুর রহমান।

 

তারা ইফজালের স্মৃতিচারণ করে বলেন, কানাইঘাটের সর্বজন শ্রদ্ধেয় একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন সাতবাঁক ইউপির জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, এলাকার আর্তসামাজিক উন্নয়ন সহ শিক্ষা বিস্তারে তার বড় ধরনের অবদান রয়েছে। একজন শিক্ষানুরাগী সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুতে কানাইঘাটবাসী একজন প্রজ্ঞাবান অভিভাবকে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয়। সবাই আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে তার জান্নাত কামনা করেন।

 

এদিকে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি রাজনীতিবীদ আলহাজ্ব ইফজালুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, বর্তমান সভাপতি কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, সাধারণ সম্পাদক হাজী শরিফুল হক সহ নেতৃবৃন্দ।

 

তারা এক শোকবার্তায় বলেন আলহাজ্ব ইফজালুর রহমান কানাইঘাটে বিএনপিকে সু-সংগঠিত করেছিলেন। অত্যন্ত সফলতার সহিত উপজেলা ও পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির একজন অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দলের জন্য তার অবদান বিএনপি নেতাকর্মীরা সব-সময় স্মরণ রাখবেন। তার মৃত্যুতে বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে।

Thursday, April 11

কানাইঘাট উপজেলাবাসীকে ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শামসুজ্জামান বাহার

কানাইঘাট উপজেলাবাসীকে ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শামসুজ্জামান বাহার

 



কানাইঘাট নিউজ ডেস্ক :

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে  ঈদুল-ফিতর। ঈদ উৎসব সকল শ্রেণির মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে। 

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য,যুক্তরাজ্য প্রবাসী  বিশিষ্ট  কমিউনিটি নেতা এ.কে.এম শামসুজ্জামান বাহার। 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। 

তিনি আরো বলেন, পবিত্র এই দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি দেশকে এগিয়ে নেওয়ার এবং বাঙালির প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়েই। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সহায় হোন। 

পরিশেষে তিনি কানাইঘাট উপজেলার সর্বস্থরের নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কানাইঘাট উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মস্তাক আহমদ পলাশ

কানাইঘাট উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মস্তাক আহমদ পলাশ

 
কানাইঘাট নিউজ ডেস্ক :

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্থরের জনগনকে বিশ্ব মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৪নং সাতবাঁক ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস।  যে মাসে সমগ্র মুসলিম জাতি নিজেদেরকে সংযম ও শুদ্ধির মধ্যে রাখেন। একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
পরিশেষে তিনি কানাইঘাট উপজেলাবাসী সহ মুসলিম উম্মাহর সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন । 

Wednesday, April 10

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি-সম্পাদকের ঈদ শুভেচ্ছা

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি-সম্পাদকের ঈদ শুভেচ্ছা



কানাইঘাট নিউজ ডেস্ক :

তিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল সাংবাদিক পরিবার, সম্মানিত কানাইঘাটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন। 

এবং তারা সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। 

পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক মানুষের জীবনে সুখ আর শান্তির বার্তা। তাই আমরা সকলে মিলে মিশে ঈদ উৎযাপন করবো। ধনী, গরীব ঈদ আনন্দে সকলের সাথে মিলেমিশে সুখ ও দু:খের ভাগি হবো। আর এই উৎসব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। সকলে সামাজিক ভেদাবেদ ভুলে সকল মুসলমান আনন্দ ভাগ করে নিবে। ঈদের উৎসব আমেজ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ এবং দেশ গঠনে এক যুগে কাজ করবো।

পরিশেষে সকলকে তারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

কানাইঘাটে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কানাইঘাটে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার পৌর শহরের ইসলামিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ এবং কোষাধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আবুল বাশারের যৌথ পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাজ্য শাখা বিএনপির উপদেষ্টা অধ্যাপক জাকির মোস্তফা টুটুল।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরিফুল হক, সিলেট জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ সুলেমান, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য কাউন্সিলর আবিদুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ।

বক্তব্য রাখেন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, বড়চতুল ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুর, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকারিয়া, পৌর কৃষকদলের সভাপতি রাশিদুল হাসান টিটু, প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের পৌর শাখার আহ্বায়ক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা রুহুল আহমদ, শাহীন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, এম.সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদ, ছাত্রদল নেতা সিয়াম আহমদ ফাহিম প্রমুখ।

বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের জনগণের ভোট বয়কটের মাধ্যমে আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন থেকে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সীমাহীন জুলুম-নির্যাতন, নিপীড়ন, মামলা-হামলা, খুন ও গুমের মাধ্যমে জোরপূর্বক ভাবে ক্ষমতায় টিকে রয়েছে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত হবে। তারা বিএনপির নেতাকর্মীদের আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে সংক্রীয় থাকার আহ্বান জানান। ইফতার মাহফিলে দোয়ার মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ আন্দোলন সংগ্রামে নিহত দলের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
কানাইঘাটে অসহায়দের নগদ অর্থ দিল' আহমদ শামছ সেবা ফাউন্ডেশন'

কানাইঘাটে অসহায়দের নগদ অর্থ দিল' আহমদ শামছ সেবা ফাউন্ডেশন'


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে 'আহমদ শামছ সেবা ফাউন্ডেশন'।

মঙ্গলবার(৯ এপ্রিল) বিকেল ৫ টায় দক্ষিণ বাণীগ্রাম  ইউনিয়নের বড়দেশ বাজারের মাদানী পাঠাগারের অফিসে এলাকার অর্ধ শতাধিক অসহায় পরিবারের মধ্যে এ-নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। 

বড়দেশ আনছারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা রশিদুর রহমানের সভাপতিত্বে এবং বড়দেশ আসআদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উদ্দিন ।

বিশেষ অতিথি ছিলেন আকুনী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা ফয়জুল হাসান,উমরগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান আহমদ।

এছাড়াও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে মাদানী পাঠাগারের সেক্রেটারি মাওলানা আবুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা হিফজুর রাহমান শিবলু, বড়দেশ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জসিম উদ্দীন, হাজি আব্দুল মালিক, আশফাক আহমদ, হাফিজ ইকরাম, হাফিজ ইব্রাহিম, হাফিজ জাকির আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন,পবিত্র ঈদুল ফিতরে অসহায় ও দুঃস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাঁড়িয়েছে ’আহমদ শামছ সেবা ফাউন্ডেশন ‘। এরজন্য অতিথিবৃন্দ ফাউন্ডেশন চেয়ারম্যান প্রবাসী আহমদ শামসের প্রতি কৃতজ্ঞতা জানান।





Monday, April 8

কানাইঘাটে লায়লী স্মৃতি পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কানাইঘাটে লায়লী স্মৃতি পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ



নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটে লায়লী স্মৃতি পরিষদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার( ৭ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়নের ছোটদেশ উচ্চ বিদ্যালয় হলরুমে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং শিক্ষক নুরুল আম্বিয়ার সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়লী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা নয়াফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মঈনুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামাল মাসুক,যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম। 

এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলিম উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন,পবিত্র ঈদুল ফিতরে অসহায় ও দুঃস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাঁড়িয়েছে ’লায়লী স্মৃতি পরিষদ ‘। এরজন্য অতিথিবৃন্দ পরিষদের প্রতিষ্ঠাতা মো: মঈনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান।



https://www.facebook.com/share/v/YgubgSihkpZUtaEH/?mibextid=oFDknk


উপজেলা নির্বাচন: কানাইঘাটে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন শামসুজ্জামান বাহার

উপজেলা নির্বাচন: কানাইঘাটে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন শামসুজ্জামান বাহার


নিজস্ব প্রতিবেদক ::

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী মে মাসের শেষ দিকে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের ৩ জন নেতা নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। তারমধ্যে দলের সিনিয়র নেতাকর্মী ও তৃণমূলের সমর্থক এবং প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অনুরোধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নির্বাচনী মাঠে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের অন্যতম নেতা বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহার।

উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় শামসুজ্জামান বাহারের ব্যাপক পরিচিতি রয়েছে। তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক প্রয়াত এম.এ রকিব কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। যার জন্য এবারের উপজেলা পরিষদের নির্বাচনে অত্যন্ত সজ্জন ব্যক্তি সাবেক ছাত্রনেতা শামছুজ্জামান বাহারকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব-সমাজ ও প্রবাসীরা অনুরোধ জানিয়ে আসছিলেন।

শামসুজ্জামান বাহারের অনুসারী নেতাকর্মীরা জানিয়েছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শামসুজ্জামান বাহার। মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমেদের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে শামসুজ্জামান বাহার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাঠে নৌকার পক্ষে জোরালোভাবে কাজ করেছিলেন।

যেহেতু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলগত ভাবে নির্বাচন করবে না, যার কারনে শামসুজ্জামান বাহার কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে তার প্রয়াত পিতার জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবং গোটা উপজেলা জুড়ে তার ব্যাপক পরিচিতি থাকায় আওয়ামী লীগের বড় অংশের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য দল এবং সাধারণ ভোটার থেকে শুরু করে প্রবাসীদের অকুন্ঠ সমর্থন পাবেন তিনি।

ইতোমধ্যে শামসুজ্জামান বাহার যুক্তরাজ্য থেকে দেশে এসে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন ও সহযোগিতা চেয়ে করছেন মতবিনিময়, উঠান বৈঠক সহ নির্বাচনী পরিকল্পনা। যেখানে তিনি যাচ্ছেন সেখানে আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বীয়ান ও যুবসমাজদের সরব উপস্থিতি রয়েছে। দীর্ঘদিন থেকে শামসুজ্জামান বাহার যুক্তরাজ্যে থাকলেও সব-সময় কানাইঘাটের মানুষের সাথে এবং দলের নেতাকর্মীদের সাথে রেখেছেন সু-সম্পর্ক। এলাকার আর্থসামাজিক উন্নয়নে তার অবদান রয়েছে। প্রয়াত পিতার এম.এ রকিবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে চমক দেখাতে পারেন শামসুজ্জামান বাহার বলে অনেকে মনে করেন।

নির্বাচন নিয়ে শামসুজ্জামান বাহারের সাথে কথা হলে তিনি বলেন, দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও অকুন্ঠ সমর্থন কারনে কানাইঘাট উপজেলাকে যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কৃষি, প্রযুক্তি নির্বর একটি সমৃদ্ধ জনপদে পরিণত করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। যেখানে যাচ্ছেন মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন। দলের নেতাকর্মীরা তার সাথে রয়েছেন, তার প্রয়াত পিতা কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম এম.এ রকিবের হাত ধরে কানাইঘাটের রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছিল। এখনও কানাইঘাটের সর্বস্তরের মানুষ তার পিতাকে স্মরণ রেখেছেন তার কর্মের কারনে। পিতার মতো কানাইঘাটে মানুষের কল্যাণে কাজ করার জন্য উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানান। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। 
কানাইঘাটে দুঃস্থদের মাঝে কাউন্সিলর জমিরের ঈদ উপহার বিতরণ

কানাইঘাটে দুঃস্থদের মাঝে কাউন্সিলর জমিরের ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জমির উদ্দিন কামরানের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায়, নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। 

প্রতি বছরের মতো এবারও কাউন্সিলরের দেয়া ঈদ উপহার পেয়ে খুশি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। রবিবার (৭ এপ্রিল ) এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি অসহায় পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেন।

কাউন্সিলর জমির উদ্দিন কামরানের সভাপতিত্বে ও ইমরান আহমদ এর সঞ্চালনায় উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র পৌরসভার ফখরুদ্দিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন, ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালিক মহাজন, কানাইঘাট পৌরসভার সহকারী ইন্জিনিয়ার শাহারিয়া।

এছাড়াও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অলি উল্লাহ,শাহিন আহমেদ, আব্দুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাবউদ্দিন বলেন, ‘কাউন্সিলর জমির উদ্দিন কামরানের জনকল্যাণ,জনসেবা ও মানবসেবামূলক কার্যক্রম ইতিমধ্যে সমগ্র কানাইঘাটে প্রশংসিত হয়েছে। বিগত প্রায় বিশ বছরের বেশী সময় ধরে তিনি ও তার পরিবার এলাকার শ্রমজীবী ও মেহনতি মানুষের সুখে দুঃখে পাশে থেকে অদ্যবধি পর্যন্ত মানুষের পাশে রয়েছেন। আমরা সমগ্র পৌরবাসী তাকে নিয়ে ভবিষ্যৎ নেতৃত্বের স্বপ্ন দেখছি।’

কানাইঘাটে আবুল হোসাইন খান মেমোরিয়াল ট্রাস্ট্রের ঈদসামগ্রী বিতরণ

কানাইঘাটে আবুল হোসাইন খান মেমোরিয়াল ট্রাস্ট্রের ঈদসামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটে আবুল হোসাইন খান মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।


রবিবার( ৭ এপ্রিল)  বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের মরহুম আবুল হোসাইনের বাগানবাড়ীতে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র  ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিশিষ্ট মুরব্বি নজির আহমদের সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ছালিম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ট্রাস্টের প্রধান উপদেষ্টা

আহমদ সুলেমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,ট্রাস্টের উপদেষ্টা খাদিজা সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আহমদ সালিকিন ফাহাদ, ডা: আনু,কয়ছর আহমদ বাবলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় ঈদ উপহার পেয়ে হতদরিদ্ররা খুশি হয়ে ট্রাস্ট্র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sunday, April 7

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচনে সিলেটের বিজয়ী যারা

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচনে সিলেটের বিজয়ী যারা

 



কানাইঘাট নিউজ ডেস্ক ::

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২০২৬ মেয়াদে সিলেট বিভাগীয় শাখা কমিটির নির্বাচনে সিলেট সম্মিলিত আইটি ব্যবসায়ী ফোরামের পূর্ণ প্যানেলে ৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সংগঠনটির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হয়। সিলেট বিভাগীয় শাখার কমিটির মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মছনুল করিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান জিয়নলিংক’র স্বত্বাধিকারী মো. সুলাইমান আহসান তানভীর, সাধারণ সম্পাদক হাই-ফাই কম্পিউটারের সিইও মো. ইয়াহইয়া তানজিল, যুগ্ম সাধারণ সম্পাদক প্লাটোনিক জোনের স্বত্বাধিকারী মো. ইয়াহইয়া খালেদ, ট্রেজারার আইকন কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক মালেক আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য হাইটেক কম্পিউটারের ম্যানেজিং পার্টনার মোতাহির উল্লাহ ও চিফ টেকনোলজি’র স্বত্বাধিকারী ইয়াসিন কবির নির্বাচিত হয়েছেন।

কানাইঘাটে উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন পলাশ

কানাইঘাটে উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন পলাশ


নিজস্ব প্রতিবেদক ::

সন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গ্রাম থেকে গ্রাম ছুটে যাচ্ছেন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। 

নির্বাচন সামনে রেখে প্রতিদিন বিরামহীন ভাবে মস্তাক আহমদ পলাশ উপজেলার প্রত্যন্ত এলাকার পাড়া-মহল্লা, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজারে সর্বস্তরের ভোটারদের নিয়ে মতবিনিময়, উঠানবৈঠক, ইফতার মাহফিল, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আগাম প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর কাছে পরাজিত হন। কিন্তু নির্বাচনী মাঠ ছাড়েননি মস্তাক আহমদ পলাশ। সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদারের উন্নয়ন মূলক কার্যক্রম দেখাশোনার পাশাপাশি বিগত জেলা পরিষদ নির্বাচনে ১৪নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন মস্তাক আহমদ পলাশ। এরপর থেকে উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভা প্রত্যন্ত এলাকার পাড়া-মহল্লায় সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক রেখে বিভিন্ন এলাকার সমস্যা, উন্নয়ন ও মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মস্তাক আহমদ পলাশ কাজ করে যাচ্ছেন। এবারের উপজেলা নির্বাচন আওয়ামী লীগ দলীয় ভাবে কাউকে সমর্থন দিবেনা এবং নির্বাচনে নৌকা প্রতীকও থাকবে না এমন ঘোষণার পর মস্তাক আহমদ পলাশের অনুসারী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বড় অংশের নেতাকর্মী ও তার সমর্থকরা ফুরফুরে মেজাজে রয়েছেন।

তারা মনে করেন, এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হবেন মস্তাক আহমদ পলাশ। কারন হিসেবে তারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে মস্তাক আহমদ পলাশের হাত ধরে উপজেলার রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং এলাকায় দরিদ্র খেটে-খাওয়া মানুষ নানাভাবে মস্তাক আহমদ পলাশের মাধ্যমে উপকৃত হয়েছেন। 

নির্বাচনকে সামনে রেখে মস্তাক আহমদ পলাশ যেখানে যাচ্ছেন সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের অকুন্ঠ সমর্থন পাচ্ছেন। কানাইঘাট উপজেলাকে একটি স্মার্ট সমৃদ্ধ জনপদে পরিণত করতে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন মস্তাক আহমদ পলাশ। তার সমর্থকরা মনে করেন মস্তাক আহমদ পলাশ দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পর্ষদের সদস্য থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন।

কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদের সাথে তার সম্পর্ক রয়েছে এবং অনেক উন্নয়ন মূলক কাজও তার কর্মদক্ষতার কারনে এলাকায় হয়েছে। এবারের নির্বাচনে উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে ভোটাররা দল ও মতের উর্ধ্বে উঠে মস্তাক আহমদ পলাশকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

এক প্রতিক্রিয়ায় মস্তাক আহমদ পলাশ বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে সুঃখে, দুঃখে কানাইঘাটের মানুষের পাশে আমি সব-সময় ছিলাম। নানা ধরনের বাঁধা পেরিয়ে জনগণের ভোটে সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা দিক থেকে পিছিয়ে পড়া কানাইঘাটের উন্নয়নে সব-সময় কাজ করার চেষ্টা করেছি। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সব-সময় আমাকে সমর্থন দিয়েছেন, মানুষের ভালোবাসা সব-সময় আমি পেয়েছি। কানাইঘাটকে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট উপজেলায় পরিণত করতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় সর্বস্তরের ভোটারদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা তিনি পাচ্ছেন বলে জানিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সবধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে কানাইঘাটের উন্নয়নের স্বার্থে তাকে সমর্থন দেয়ার জন্য সভার প্রতি আহ্বান জানিয়েছেন।